ডেস্ক রিপোর্ট:: ঈদুল আজহার পর দিন সোমবার (১১ জুলাই) ঢাকা ছেড়েছে ১৩ লাখ ৮ হাজার ৬৭৮ জন। আর ছুটি শেষে ঢাকায় ফিরেছে সাড়ে ৪ লাখ মানুষ।

ঢাকায় প্রবেশ করা এবং ঢাকা থেকে বের হওয়া মোবাইল ফোনের সিমের হিসাব দিয়ে মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

চারটি অপারেটর গ্রামীণ ফোন লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ওপর ভিত্তি করে পরিসংখ্যানটি তৈরি।

এতে দেখা যায়, ৮ থেকে ১১ জুলাই ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় গিয়েছেন ৭৮ লাখ ৮৭ হাজার মানুষ। তাদের মধ্যে গ্রামীণ ফোন লিমিটেডের প্রায় ৪০ লাখ গ্রাহক ঢাকা ছেড়েছেন। একই সময়ে রবির ১৮ লাখ ৫৫ হাজার, বাংলালিংকের ১৮ লাখ ৫৫ হাজার ও টেলিটকের ১ লাখ ৯০ হাজার গ্রাহক ঢাকার বাইরে গেছেন।

তবে সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে। কারণ অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছেড়েছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করে না বিশেষ করে অল্প বয়সীরা। আবার অনেকেই আছেন একাধিক সিম ব্যবহার করেন।

প্রসঙ্গত, গত ঈদুল ফিতরের সময়ে এক কোটির বেশি মোবাইল গ্রাহক ঢাকা ছেড়ে যায়।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here