মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের মধুপুরে শিক্ষক সমিতির পিকনিককে কেন্দ্র করে হামলা ও গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে। জড়িতদের বিচারের দাবীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে এবং ঢাকা-জামালপুর মহাসড়কে বিনিময় পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার আল্টিমেটাম দিয়েছে।

জানা যায়, মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি পিকনিকে কুয়াকাটা যাওয়ার জন্য ধনবাড়ীর বিনিময় পরিবহনের একটি গাড়ী ভাড়া করে। পিকনিকে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে ২ ঘন্টা বিলম্ব হয়। এ নিয়ে গাড়ীর হেলপারের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে এক শিক্ষক প্রহৃত হয়। পাশে থাকা কয়েকজন শিক্ষক ঘটনাটি জানতে আসলে তাদেরকেও প্রহার করে। এ ঘটনার জের ধরে গত তিনদিন যাবৎ বিনিময় পরিবহন ঢাকা-জামালপুর সড়কে চলাচল বন্ধ করে দেয়। শিক্ষক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দ এনিয়ে গত তিনদিন ধরে দেন দরবার করেও কোন সুরাহা করতে পারেনি। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আজ মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারক লিপি প্রদানের কর্মসূচী গ্রহণ করে। এর আগেই মধুপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীরা মিছিল নিয়ে বাসষ্ট্যান্ড চত্বরে এসে বিক্ষোভ ও গাড়ী ভাংচুর করে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-জামালপুর, শেরপুর, উত্তরবঙ্গসহ ৩২টি জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজটে আটকা পড়ে যাত্রীদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়। এ ঘটানার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ছাত্রদের হাতে থাকা লাঠিসোঠা, রড, ইট-পাটকেল নিয়ে নেয়। পরে বিচারের আশ্বাস দিয়ে বিক্ষোভকারী ছাত্রদের মধুপুর রাণী ভবানী উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে আসে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খঃ আব্দুল গফুর মন্টু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম দেওয়ান, স্থানীয় আওয়ামীলীগ নেতা সরোয়ার আলম করা হয়েছে। শিক্ষক প্রহারের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বিক্ষোভকারী ছাত্ররা ঢাকা-জামালপুর মহাসড়কে বিনিময় পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার আল্টিমেটাম দিয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার/টাঙ্গাইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here