১২ মার্চ ঢাকা চলো কর্মসূচির প্রস্ততি নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে গঠিত সমন্বয় কমিটির প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।

বুধবার রাতে বিএনপি  চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠকে ১২ মার্চ ঢাকা চল কর্মসূচির সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানান। মহাসমাবেশ সফলভাবে আয়োজনের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সহ-সভাপতি, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবদের নেতৃত্বে ৪৫টি সমন্বয় কমিটি গঠন করা হয়।

বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন (সিলেটের দায়িত্ব), মওদুদ আহমদ (ঢাকা), মাহবুবুর রহমান (রাজশাহী), তরিকুল ইসলাম (খুলনা), এম কে আনোয়ার (চট্টগ্রাম), জমিরউদ্দিন সরকার (নোয়াখালী), আ স ম হান্নান শাহ (রংপুর ও কুড়িগ্রাম), রফিকুল ইসলাম মিয়া (ফরিদপুর), মির্জা আব্বাস (বরিশাল), গয়েশ্বর চন্দ্র রায় (যশোর ও ব্রাক্ষ্মণবাড়িয়া), আবদুল মঈন খান (ময়মনসিংহ ও শেরপুর), সহ-সভাপতি রাজিয়া ফয়েজ (নড়াইল), আবদুল্লাহ আল নোমান (টাঙ্গাইল ও দিনাজপুর), হাফিজ উদ্দিন আহমেদ (কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মাদারীপুর), এম মোরশেদ খান (বান্দরবান ও রাঙামাটি), আলতাফ হোসেন চৌধুরী (ভোলা ও জামালপুর), সেলিমা রহমান (ঝালকাঠি ও পটুয়াখালী) অংশ নেন। এছাড়া বৈঠকে খালেদা জিয়ার উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী (মাগুরা), ওসমান ফারুক (মেহেরপুর), শাহজাহান ওমর (কিশোরগঞ্জ), অধ্যাপক এম এ মান্নান (নেত্রকোনা), ফজলুর রহমান পটল (সিরাজগঞ্জ ও নওগাঁ), আবদুল মান্নান (মুন্সিগঞ্জ), মীর নাসির উদ্দিন আহমেদ (নীলফামারী), আবদুল আউয়াল মিন্টু (ফেনী), ইনাম আহমেদ চৌধুরী (সৈয়দপুর ও নীলফামারী), শমসের মবিন চৌধুরী (মৌলভীবাজার), ইকবাল হাসান মাহমুদ টুকু (বগুড়া ও পাবনা) , রুহুল আলম চৌধুরী (খাগড়াছড়ি), শামসুজ্জামান দুদু (নাটোর ও ঝিনাইদহ), অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন (সুনামগঞ্জ), যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান (নরসিংদী ও মানিকগঞ্জ), বরকত উল্লাহ বুলু (চাঁদপুর), সালাহউদ্দিন আহমেদ (রাজবাড়ী ও নারায়ণগঞ্জ), মোহাম্মদ শাহজাহান (কুমিল্লা) প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here