কুমিল্লা: কুমিল্লায় রেলের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল প্রায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার দুপুর আড়াইটা থেকে ট্রেন চলাচল শুরু করেছে।

কুমিল্লা সহকারী রেল স্টেশন মাস্টার শফিকুর রহমান জানান, বেলা পৌনে ১১টায় কুমিল্লার বুড়িচং উপজেলার শশীদল স্টেশন ও রাজাপুরের মধ্যবর্তী আমতলীতে ৪টি চাকা লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি উদ্ধারে আখাউড়া জংশন থেকে একটি রিলিফ ট্রেন দুপুর ১২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

বেলা ২টা ২০ মিনিটে উদ্ধার কাজ শেষ হলে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শফিকুর রহমান আরো জানান, ট্রেন চলাচল বন্ধ থাকায় কুমিল্লা স্টেশনে ঢাকাগামী প্রভাতী, আখাউড়া স্টেশনে চট্টগ্রামগামী প্রভাতী ও লাকসাম স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here