বেপরোয়া চাদাবাজি ও পরিবহন শ্রমিকদের হয়রানির প্রতিবাদে বুধবার থেকে ঢাকা-কাপাসিয়া ও ঢাকা-কিশোরগঞ্জ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিকরা।
পরিবহন নেতারা জানান, চাঁদাবাজি ও হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত ওই রুটের ১৪টি সার্ভিসের কোনো বাস চলবে না। এর মধ্যে রয়েছে জলসিঁড়ি, অনন্যা, অনন্যা ক্লাসিক, সম্রাট, প্রভাতি-বনশ্রী, এগারসিন্ধু ও ঢাকা-পরিবহন। আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সমপাদক ওসমান আলী ইউনাইটেড নিউজ ২৪.কমকে জানান, দীর্ঘদিন থেকে গাজীপুরের রাজাবাড়ি, ধলাদিয়া, রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-কাপাসিয়া ও ঢাকা-কিশোরগঞ্জ রুটের যাত্রীবাহী বাসের মালিক-চালক-শ্রমিকরা নানা হয়রানির শিকার হচ্ছে।
পুলিশ প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো পরিবহন শ্রমিকদের হয়রানি করছে বলে অভিযোগ করেন শ্রমিক নেতা। তিনি জানান, মহাখালী বাস টার্মিনালে মালিক ও শ্রমিকদের একটি যৌথ সভার পর বৃহসপতিবার গাজীপুর ও কিশোরগঞ্জ জেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য ৫দিনের আল্টিমেটাম দেওয়া হয়।
মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি হাজী আবুল কালাম বলেন, গাজীপুর জেলা প্রশাসন এ নিয়ে মঙ্গলবার বৈঠকের কথা বলণেও তা শেষ পর্যন্ত হয়নি। তাই ধর্মঘট চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
্উনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর