ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটপাউর এলাকায় রোববার সকাল সাড়ে ৯টায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে কুদ্দুস (৫০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত কুদ্দুসের বাড়ি ফদিরপুরের নগরকান্দা উপজেলায়। এ দূর্ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছেন।
হতাহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মহাসড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পাটুরিয়াগামী পদ্মা লাইন পরিবহনের মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
মহাসড়কে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মেহেদি হাসান ইউনাইটেড নিউজ ২৪ ডট কমকে জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়কের ওপর পড়ে থাকায় ঘটনাস্থলের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে প্রায় ৪শ’ গাড়ি আটকা পড়েছে।
সময়মতো উদ্ধারকারী রেকার ঘটনাস্থলে না পৌঁছায় দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধারকাজ বিলম্বিত হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা