স্টাফ রিপোর্টার : ১৬ নভেম্বর ২০১৯ সন্ধ্যায় ঢাকায় এলিফ্যান্ট রোডস্থ কবিতা ক্যাফেতে সমতটের কাগজ-এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ, জাতীয় পর্যায়ের কবি-সাহিত্যিক-শিল্পীদের গুণীজনদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-বিচারপতি এস,এম মজিবুর রহমান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো: হাসানুজ্জামান কল্লোল স্যার, অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয়। সম্মানিত অতিথি ছিলেন কুমিল্লা বার্ডের সাবেক মহাপরিচালক-গবেষক এম.খায়রুল কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো: মোশাররফ হোসাইন, প্রখ্যাত নাট্যকার ও চলচ্চিত্রকার হাবিবুল ইসলাম হাবিব, উষসী পরিষদ ঢাকার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ টেলিভিশনের স্টাফ রিপোর্টার নার্গিস জুঁইসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী-সমাজসেবক-করফুলেন্নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: আলী আকবর। স্বাগত বক্তব্য রাখেন সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা ভিশনের স্টাফ -কবি-কথাসাহিত্যিক- তাহমিনা শিল্পী, অরুণ কুমার বিশ্বাস, কথাসাহিত্যিক ও অতিরিক্ত কমিশনার কাস্টমস, সমতটের কাগজ-্এর সম্পাদকমন্ডরীর সভাপতি মনিকা আক্তার কনিকা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক সাহিত্যিক হানিফ খান, কবি-প্রাবন্ধিক প্রভাষক শাহীন শাহ, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, কুমিল্লার সভাপতি ফয়জুন্নেসা সীমু, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, এডভোকেট মোহাম্মদ জাফর আলীসহ অনেকে। আবৃত্তি করেন দুই বাংলার জনপ্রিয় আবৃত্তিশিল্পী মাসুম আজিজুল বাসার, রূপশ্রী চক্রবর্তী, কবি শিপন হোসেন মানব ও সৈয়দ ইকতেদার আলী। সমতটের কাগজ-এর গুণীজন সম্মাননা-২০১৯ পেলেন যারা…হাবিবুল ইসলাম হাবিব (চলচ্চিত্রকার), মাহবুবা ফারুক (শিশু সাহিত্যে), তাহমিনা শিল্পী (গল্পকার), সাফিয়া খন্দকার রেখা (আবৃত্তিকার), মিলি সাহা (শিক্ষাক্ষেত্রে-সহকারি অধ্যাপক-জগন্নাথ বিশ্ববিদ্যালয়), লাভলু (আবৃত্তিশিল্পী), আসমা দেবযানী (সংগীতশিল্পী), নূসরাত জাকিয়া (সম্পাদনায়-আকাশ ভরা জোছনা), ইসমাইল জুমেল (সৃজনশীল কর্মকান্ডে), মোসলেম পাটোরোরী (মরনোত্তর-চিত্রগ্রাহক), নাদিরা খানম (কবিতায়), সানজু রহমান (নৃত্যশিল্পী), বৃষ্টি সাহা (কবিতা) ও অলংকার গুপ্তা (শিশু সাংবাদিকতায়)। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অনামিকা তালুকদার ও মাহমুদা আনজুম বৃষ্টি।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here