মাকসুদুর রহমান কামাল, নারায়ণগঞ্জ

সোমবার ঢাকায় বিএনপির গণমিছিল সফল ও ব্যাপক লোকজন সমাগম ঘটাতে গত কয়েকদিন ধরেই প্রস’তি নিচ্ছে রাজধানী ঢাকার পাশের নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও এর সহযোগি সংগঠনগুরো। স’ানীয় বিএনপি নেতাদের বক্তব্য, তারা সোমবার ঢাকায় কমপক্ষে ১ লাখ লোক সমাগম ঘটাবে। সে প্রস’তি তাদের সম্পন্ন। এদিকে বিএনপির এ প্রস’তিতে বাধ সাধতে পারে পুলিশ। নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন সোমবার সকাল থেকেই ঢাকার যাওয়ার সকল রুটে সতর্ক প্রহরা ও অবস’ান নিবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে বিএনপি নেতৃবৃন্দ বলছে, যেখানে বাধাঁ আসবে সেখানে অবস’ান ধর্মঘট করা হবে। তাদের অভিযোগ, ঢাকায় না যেতে স’ানীয় পরিবহন মালিকদের হুমকি দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জানান, সোমবার ঢাকার গণমিছিলে নারায়ণগঞ্জ থেকে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটানো হবে। যদি বিএনপি নেতাকর্মীদের ঢাকায় গমনে কোন বাধা দেয়া হয় তবে সেখানেই অবস’ান ধর্মঘট পালন করা হবে।

তিনি অভিযোগ করেন, তবে রোববার সকালে অনেক পরিবহন বিশেষ করে বাস মালিকদের পুলিশ ও সরকার দলীয় লোকজন শাসিয়ে দিয়েছে সোমবার ঢাকায় না যাওয়ার জন্য।

জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেন জানান, অনেক স’ানে আগে থেকে ভাড়া করা পরিবহন মালিকদেরকেও পুলিশ ও ক্ষমতাসীন দলের লোকজন হুমকি দিচ্ছে। বিভিন্ন স’ানে যুবদল নেতাকর্মীদের বাড়িতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবুও চেষ্টা চলবে বাধা উপেক্ষা করে ঢাকায় যেতে। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাধারণ মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, নারায়ণগঞ্জ হতে নেতাকর্মীদের ঢাকায় যেতে বাধা দিলে নারায়ণগঞ্জেই সমাবেশ করা হবে।

এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি সূত্র জানান, আর সোমবার সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে পুলিশ অবস’ান নিবে। কোথাও বিএনপি নেতাকর্মীদের জমায়েত হতে দিবে না।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, জনস্বার্থ বিঘ্নিত যারাই করবে তাদের ব্যাপারে পুলিশ ব্যবস’া নিবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here