সাত লাখ টাকা মুক্তিপনের দাবিতে ঢাকার মিরপুর এলাকা থেকে অপহৃত শিশু রাহিক (৩) কে সাতক্ষীরা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ২ টায় দিকে সাতক্ষীরা শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে তাকে উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ হারুন-অর-রশিদ নামের এক অপহরনকারিকে গ্রেফতার করেছে।

উদ্ধার হওয়ায় শিশু  রাহিক আফছার ভূইয়া  কুমিলার দাইদকান্দি থানার  ঝাউতালা গ্রামের আক্তারুজ্জামান ভূইয়ার পুত্র। সে তার পরিবারের সাথে ঢাকার মিরপুর সেকশান-১১, রোড নং -৮, বক-ডি এর ৩ নং বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন।

গ্রেফতারকৃত অপহরনকারি হলো আক্তারুজ্জামান ভূইয়ার বাসার সিকিউরিটি গার্ড। সে সাতক্ষীরার দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের আব্দুল খালেকের পুত্র মোঃ হারুন-অর-রশিদ (৩৫)।

পুলিশ জানায়, হারুন-অর-রশিদ দুই মাস আগে ঢাকার মিরপুর এলাকার আক্তারুজ্জামান ভূইয়ার বাসার সিকিউরিটি গার্ড হিসাবে চাকুরি নেয়। ১৬ জানুয়ারী সোমবার সন্ধ্যায় সে তার মালিকের শিশু পুত্র রাহিক আফছার ভূইয়া কে অপহরন করে সাতক্ষীরায় নিয়ে আসে এবং মঙ্গগলবার আক্তারুজ্জামান ভূইয়ার কাছে ৭ লাখ টাকা মুক্তিপন দাবি করে। এক পর্যায় ৪ লাখ টাকা দিতে রাজি হলে অপহরনকারি শিশুটিকে ফিরিয়ে দিতে স্বীকার হয় এবং সাতক্ষীরা এসএ পরিবহনে টাকা পাঠিয়ে দেয়ার কথা বলে। মঙ্গলবার রাতের গাড়িতে তার কয়েকজন আত্মীয় গোপনে সাতক্ষীরায় চলে আসে। বুধবার সকাল ১০ টায় শিশুটির পিতা আক্তারুজ্জামান ঢাকার মিরপুর এসএ পরিবহন থেকে সাতক্ষীরায় চার লাখ টাকা পাঠিয়ে দেয়। হারুন-অর-রশিদ সাতক্ষীরা এসএ পরিবহনে যেয়ে টাকা উঠানোর সময় সেখানে অপেক্ষামান আক্তারুজ্জামান ভূইয়ার আত্নীয়রা তাকে আটক করে।

তার স্বীকারোক্তি মোতাবেক শহরের আব্দুর রাজ্জাক পার্কের একটি চটপটির দোকান থেকে শিশু রাহিককে উদ্ধার করা হয়। পরে অপহরনকারিকে সদর থানা পুলিশে আটক করে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নাজমুল হক/সাতক্ষীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here