স্টাফ রিপোর্টার :: এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ৯৮ জনের মৃত্যু হয়েছে বলে বুধবার নিশ্চিত করেছে সরকার।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ বছর ডেঙ্গু সন্দেহে ২৪৬টি মৃত্যুর তথ্য পেয়েছে। এর মধ্যে সংস্থাটি এ পর্যন্ত ১৫৮টি মৃত্যু পর্যালোচনা করে ৯৮টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২৮৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

সরকারি তথ্যমতে, গত জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৯২ হাজার ৭৫০ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৯১ হাজার ৩৩১ জন।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে ভর্তি রোগী আছেন ১ হাজার ১৭৩ জন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here