ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৫৬ জনের। 

আজ বুধবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৭৪ জন। নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৮ জন এবং দক্ষিণ সিটিতে ৪০ জন। এছাড়া  খুলনা বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ২ জন এবং রংপুর বিভাগে ৩ জন  রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন মোট ৯৭ হাজার ৬৬৫ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯৯ হাজার ৫৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here