ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে তিনজন এবং চট্টগ্রাম বিভাগে দুইজন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৬ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৬৬ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে ৫০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪৫ জন এবং দক্ষিণ সিটিতে ৯৭ জন, খুলনা বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে নয়জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রংপুর বিভাগে একজন এবং সিলেট বিভাগে তিনজন ভর্তি হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ৫০১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬৫ হাজার ২৯৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬৯ হাজার ৯২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪২ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here