ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, এ ছাড়াও গত ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১ জন। চলতি বছরে মোট ৭০০ জন ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন।

নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে সাত জন, চট্টগ্রাম বিভাগে চার জন, ঢাকা উত্তর সিটিতে সাত জন এবং দক্ষিণ সিটিতে নয় জন, রাজশাহী ও খুলনা বিভাগে চার জন করে রোগী রয়েছেন।

২০২৫ সালে এ পর্যন্ত সাত জন রোগী মারা গেছেন। এর আগে ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন। মারা গেছেন ৫৭৫ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here