মারুফ সরকার, স্টাফ রির্পোটার ::
তিন দিন আগে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন অভিনেত্রী শাহনূর। জ্বরের সঙ্গে প্রচণ্ড শরীর ব্যথা। সোমবার (২১ আগস্ট) চিকিৎসকের পরামর্শ নেন এই অভিনেত্রী। তার উপসর্গ দেখেই চিকিৎসক জানান, ডেঙ্গুর লক্ষণ। পরীক্ষা করান। ২৪ ঘণ্টা পর পর জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় অভিনেত্রী শাহনূর এ তথ্য নিশ্চিত করেন।
বর্তমানে এই অভিনেত্রী বাসায় চিকিৎসা নিচ্ছেন। এখনো তার শরীরে প্রচণ্ড জ্বর। কমছে না। অসুস্থ শরীর নিয়েই কথা বলেন শাহনূর। তিনি বলেন, ‘তিন দিন ধরে প্রচণ্ড জ্বর। আমি খুবই অসুস্থ। গতকাল সকালে চিকিৎসক দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। সবাই দোয়া করবেন।’
দুই দশক আগে অভিনয় শুরু করেন এই অভিনেত্রী। তার পুরো নাম সৈয়দা কামরুন নাহার শাহনূর। তবে ঢাকাই চলচ্চিত্রে শাহনূর নামেই জনপ্রিয় তিনি। চলচ্চিত্রে অভিনয় এছাড়াও তিনি টিভি নাটক ও বিজ্ঞাপনেও কাজ করেন। বর্তমানে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক।