ডেস্ক রিপোর্ট::  শেষ কবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল পাকিস্তান? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গেলে পিছিয়ে যেতে হবে এক যুগ আগে। ২০১১ সালে এই ভারতের মাটিতেই শেষবারের শেষ চারে দেখা যায় পাকিস্তানকে। যে দলের নেতৃত্ব দিয়েছিলেন শহিদ আফ্রিদি। এরপর ২০১৫ সালে অস্ট্রেলিয়া আর ২০১৯ সালে ইংল্যান্ডে বিশ্বকাপ মিশন পাকিস্তান শেষ করেছে বড় রকমের লজ্জা নিয়ে।

লম্বা সময় পর আরও একবার সেমিফাইনালে পা রাখার মিশনে নামছে পাকিস্তান। যেখানে আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচে জয় ব্যতীত অন্য যেকোন ফলাফল বাবর আজমদের সেমিফাইনাল স্বপ্নে বড় রকমের ধাক্কা দিবে। তবে শুধু জিতলেই হবে না। পাকিস্তানের চাই সমীকরণ মেলানো এক জয়। শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে যা কিছুটা কঠিনই হতে চলেছে।

জিতলে বিশ্বকাপে নিজেদের চতুর্থ জয় বুঝে পাবে পাকিস্তান। পয়েন্ট টেবিলে উঠে আসবে ৫ম স্থানে। তবে যদি ৮৩ রানের ব্যবধানে (আগে ব্যাট করা সাপেক্ষে) বা ৯০ বল হাতে রেখে (পরে ব্যাট করা সাপেক্ষে) জয় নিশ্চিত করা যায়, তবে চারেও চলে যেতে পারে বাবর আজমের দল। সেক্ষেত্রে লিগ পর্বের শেষ ম্যাচে ইংলিশদের বিপক্ষে জয় সেমিফাইনালে তুলে দিবে পাকিস্তানকে।

বিপরীতে থাকা নিউজিল্যান্ডও এই ম্যাচে জিততে চাইবে। সেমির দৌড়ে চতুর্থ রাউন্ড পর্যন্ত তারাই ছিল সবার চেয়ে এগিয়ে। তবে টানা তিন হার খানিকটা খাদের মুখে ঠেলে দিয়েছে তাদের। এই ম্যাচেও পরাজয় গতবারের ফাইনালিস্টদের সেমির স্বপ্নে দেবে বিরাট ধাক্কা।।

এখন পর্যন্ত ৭ ম্যাচে নিউজিল্যান্ডের পয়েন্ট ৮। টুর্নামেন্টে নিজেদের ৫ম জয় তাদের সেমিফাইনাল স্পট অনেকটাই নিশ্চিত করে দেবে। তা না হলে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে পাকিস্তান এবং আফগানিস্তানের দিকেও।

পরিসংখ্যান কার পক্ষে

দুই দলের শেষ ৫ দেখায় চারবারই জিতেছে পাকিস্তান। তবে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে জয়ের হাসি হেসেছিল কিউইরা। মুখোমুখি লড়াইয়ের ইতিহাসেও এগিয়ে পাকিস্তান। এখন পর্যন্ত ১১৫ ম্যাচের মধ্যে ৬০ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান, ৫১ ম্যাচে জয় পায় নিউজিল্যান্ড। টাই ম্যাচ হয়েছে ১টি আর ৩ ম্যাচ ছিল পরিত্যক্ত।

বিশ্বকাপেও ঢের এগিয়ে পাকিস্তান। ৯ ম্যাচের মধ্যে ৭ ম্যাচেই জয় পেয়েছে এশিয়ান দেশটি। সবশেষ ২০১৯ আসরেও কিউইদের ৬ উইকেটে হারায় বাবর আজমের দল।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here