সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের ডিসেম্বরেই নাকি বাগদান সম্পন্ন হবে ব্রিটনি-জেসনের। ব্রিটনির দীর্ঘসময়ের প্রেমিক জেসন ট্রাউইক এ বছরের শেষেই তাদের বাগদানের কাজটি সেরে ফেলতে চাচ্ছেন এবং সেজন্য তিনি আংটি খোঁজার কাজও শুরু করে দিয়েছেন সমপ্রতি এমন খবরই চাউর হয়েছে হলিউড পাড়ায়।
৪৯ বছর বয়সী জেনের সঙ্গে ব্রিটনি ডেটিং চালিয়ে আসছেন গত ২ বছর ধরে। এরই মধ্যে তাদের প্রেমের গভীরতা এতটাই বেড়েছে যে এই জুটি এখন বিয়ের পরিকল্পনাও শুরু করে দিয়েছেন। ব্রিটনির দুই ছেলে শন এবং জেইডনও এরই মধ্যে দারুণ ভক্ত হয়ে উঠেছে জেসনের। তাই এ বছরের শেষেই নাকি বাগদানের পরিকল্পনা করছেন জেসন। ব্রিটনির অনামিকায় পরাতে সুন্দর একটি আংটি খোঁজার জন্য হন্যে হয়ে লেগে পড়েছেন জেসন- এমন খবরও ভাসছে। আংটির খোঁজে নাকি এর মাঝেই বেশ কয়েকটি দামি সেলিব্রেটি জুয়েলারি শপে ঢুঁ মেরেছেন তিনি।