ঢাকা প্রতিনিধি

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) বিভক্তিকে কেন্দ্র করে নগর ভবনে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ ও শ্রমিক-কর্মচারী লীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি সফল করতে নগর ভবনে অবস্থান করছিল ঐক্য পরিষদ। একই সময় শ্রমিক লীগ ডিসিসি বিভক্তির পক্ষে একটি মিছিল বের করে।

মিছিল পরবর্তী সমাবেশে শ্রমিক লীগের নেতারা ডিসিসি ভাগের পক্ষে বক্তব্য দিতে থাকলে তাতে হামলা চালায় বিভক্তির বিপক্ষের লোকজন। এর পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষে শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিমসহ উভয়পক্ষের ১২ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের উপস্থিতিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কর্মীরা নগর ভবন থেকে চলে গেলে আবার মিছিল করে শ্রমিক লীগ।

এদিকে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পাঁচ সদস্যকে আটক করে পুলিশ।

ঘটনা সম্পর্কে ডিসিসির প্রধান কর্মকর্তা জানান, সিটি করপোরেশানের বিভক্তি নিয়ে নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা বিভক্ত হয়ে পড়েছে। তাই তারা তাদের দাবির কথা বলছেন।

ঘটনার কারণ জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ডিসিসি বিভক্তির পক্ষের-বিপক্ষের লোকজন এই ঘটনার জন্য দায়ী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here