বিভক্ত দুই ঢাকায় প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খলিলুর রহমানকে ডিসিসি দক্ষিণের এবং জনশক্তি রপ্তানি ও কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খোরশেদ আলম চৌধুরী ডিসিসি উত্তরের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আজ রোববার সকালে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

যে মুহূর্তে ডিসিসির দুই বিভক্ত অংশে প্রশাসক নিয়োগ দেয়া হলো তখন ডিসিসি বিভক্তির প্রতীবাদে সকাল-সন্ধ্যার হরতাল দিয়ে রাজপথে অবস্থান করছে প্রধান বিরোধী দল বিএনপি।

এদিকে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তর ও দক্ষিণের নির্বাচন আগামী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

প্রশাসক নিয়োগ সম্পর্কে স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহীদ খান রোববার সকালে বলেন, ‘আজকেই প্রশাসক নিয়োগ হচ্ছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here