ডেস্ক রিপোর্ট:: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন ইউটিউবার হিরো আলম।
শনিবার (১ এপ্রিল) বিকেলে হিরো আলম ডিবি কার্যালয়ে যান বলে নিশ্চিত করেছেন ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুনায়েদ আলম সরকার। এর বাইরে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ডিবির এই কর্মকর্তা।
তবে ডিবির একটি সূত্রে জানা গেছে, হিরো আলম হয়ত তার ব্যক্তিগত কাজে ডিবিতে এসেছেন।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন হিরো আলম। তিনি লিখেছেন, ‘ব্যক্তিগত কাজে ডিবি অফিসে আসলেন হিরো আলম। সোশ্যাল মিডিয়া, ইউটিউব প্লাটফর্মে হিরো আলমকে নিয়ে মিথ্যা তথ্য, প্রোপাগান্ডা ছড়ানোর বিরুদ্ধে ডিবি হারুন সাহেবের কাছে আসছি। হারুন সাহেব অনেক আন্তরিক ও সম্পূর্ণ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।’