ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২২ জানুয়ারি রোববার জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করবেন ফরিদ হোসেন। অন্য নির্বাচন কমিশনাররা হলেন- মুহাম্মদ মুসা, রশিদ-উন-নবী, সাইফুল ইসলাম ও জাহিদ রেজা নুর।
রোববার সকাল ১১ টায় সাধারণ সভা এবং দুপুর ১টা থেকে বিকাল ৬টা পর্যনত্ম টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দিতা করছেন সভাপতি পদে এনায়েত ফেরদৌস ( নিউজ টুডে) ও মো. আল-মামুন (ইত্তেফাক)। সহ-সভাপতি পদে দীপক ভৌমিক (ডেসটিনি), এম এম সালাউদ্দিন (যুগানত্মর) ও মোহাম্মদ শহিদুল ইসলাম (সংগ্রাম)। সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ (সমকাল) ও খায়রুল আলম (সমকাল)। যুগ্ম-সম্পাদক পদে মো. শাহজাহান মিঞা (সমকাল) ও সুদীপ কুমার ঘোষ (এটিএন নিউজ)। কোষাধ্যক্ষ পদে জোবায়ের আহমেদ নবীন (যায়যায়দিন), সায়ীদ আবদুল মালিক (ইনকিলাব) ও শারমীন জাহান অজনত্মা (বাসস)। সাংগঠনিক সম্পাদক পদে আমীর হামজা চৌধুরী (নয়াদিগনত্ম), জাকির হোসেন ইমন (সমকাল) ও মো. মেহেদী হাসান (বৈশাখী টিভি)। দফতর সম্পাদক পদে এটিএম আতিকুর রহমান (আমাদের সময়), বুদ্ধদেব হালদার জুয়েল (জুয়েল হালদার) (এটিএন নিউজ) ও রাসেল আহমেদ (সরাসরি)। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাসুদ রুমী (কালের কন্ঠ) (বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত)। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে রেজাউর রহমান রিজভী (জনকণ্ঠ) ও মোঃ সাইখুল ইসলাম উজ্জ্বল (আরটিভি)। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আলী শাহনেওয়াজ টিটো (মুক্তখবর), একরামুল ইসলাম বিপ্লব (যুগানত্মর) ও মো. ওবায়দুল্লাহ খান সনি (বাংলানিউজ)। সদস্য পদে অলক বিশ্বাস (ইত্তেফাক), ইদ্রিস মাদ্রাজি (নয়াদিগনত্ম), এম এ মান্নান মিয়া (সরাসরি), কাইয়ুম আহামেদ (সংবাদ), কে এম শহীদুল হক (বাসস), খন্দকার নাজনীন সুলতানা (ইন্ডিপেন্ডেন্ট), তানজিমুল নয়ন (কালের কণ্ঠ), জাহাঙ্গীর আলম (সমকাল), নজরুল ইসলাম বশির (ইনকিলাব), মোঃ রোকনুদ্দৌলা (সংবাদ), মো. ফকরুদ্দীন মুন্না (ডেসটিনি), মো. আফজাল হোসেন (জনকণ্ঠ), মোঃ মামুনুর রশীদ (মামুন ফরাজী) (জনকণ্ঠ), মোহাম্মদ আবদুল অদুদ (ইনকিলাব), মীর মো. ফজলে রাব্বি (ডেইলি স্টার), সুরাইয়া ইয়াসমিন অনু (চ্যানেল৭১), সালাম মাহমুদ (সরাসরি), শাহ মতিন টিপু (বাংলাবাজার পত্রিকা) ও শহীদুর রহমান শাহীদ (সংবাদ)।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার