দক্ষিণ আফ্রিকার ডারবানে সোমবার থেকে শুরু হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন। জাতিসংঘ ও সদস্য দেশগুলোর প্রতিনিধি ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
এদিকে, সম্মেলন শুরুর আগেই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, ব্রাজিলসহ অতিরিক্ত কার্বন নিঃসরণকারী দেশগুলোর কাছে কার্যকরি চুক্তির ব্যাপারে আলোচনা শুরুর দাবি জানিয়েছে পরিবেশবাদীরা।
২০১৫ সালের মধ্যে এই চুক্তি চূড়ান্ত করার জোর দাবি জানিয়েছে, ইউরোপিয় ইউনিয়নসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রবণ দেশগুলো। আগামী ২০২০ সালে এই চুক্তি বাস্তবায়নেরও তাগাদা দেয় তারা।
তবে এই সময়সীমার আগেই এ বিষয়ে কোনো চুক্তির ব্যাপারে আলোচনার বিরোধিতা করেছে সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলো।
যুক্তরাজ্য ও এর সমমনারা এই সম্মেলন ও চুক্তির বিরোধিতা করে আসছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাপান এই দীর্ঘ পরিকল্পনার বিরোধিতা করেছে।
কিন্তু ভারতদ ও ব্রাজিল এই ধরনের পদক্ষেপের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
তবে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন এই ব্যাপারে আরো নরম হওয়ার আহ্বান জানিয়েছে। ফলে ডারবান সম্মেলন শুরুর আগেই এর সার্থকতা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন পরিবেশবাদীরা।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক