ডেস্ক রিপোর্ট:: রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির নিচে চাপা পড়ে নাজমা বেগম (৪৬) নামে এক নারী নিহত হয়েছেন।
শনিবার (৫ আগস্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা শেষে চিকিৎসা মৃত ঘোষণা করেন।
নিহত নাজমা বেগমের ছেলে মমিন বলেন, আমার মাকে ডাক্তার দেখানোর জন্য ভোলা থেকে আজ সকালে সদরঘাট আসি। পরে সেখান থেকে ব্যাটারিচালিত রিকশায় করে আমার খালার বাসা শনিআখড়া যাওয়ার সময় যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকায় এলে রিকশার চাকা ম্যানহোলের ঢাকনার সঙ্গে ধাক্কা লাগলে আমার মা রাস্তায় ছিটকে পড়ে যায়। পরে পেছন থেকে আসা সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি আমার মায়ের ওপর দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন আলী। তিনি বলেন, ঘটনার পর সিটি কর্পোরেশনের গাড়ি পালিয়ে গেছে। আমরা গাড়িটি শনাক্তের চেষ্টা করছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।