ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মুন্নাটুলি নামকস্থানে ট্রাক চাপায় রাসেল (১২) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার দুপুর ২টায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ চালক ও হেলপারকে গ্রেফতার করেছে।
হরিপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, হরিপুর-ধর্মগড় সড়কের মুন্নাটুলি নামকস্থানে সাইকেল আরোহী রফিকুল ইসলাম তার ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিল। আলু বোঝাই শেষে ট্রাকটি পেছনের দিকে গেছে ওই শিশুটি ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। রাসেলের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই কাশিপুর গ্রামে। সে যোগে হরিপুরে নানার বাড়ি যাচ্ছিল। এঘটনায় পুলিশ ওই ট্রাকের চালক মাসুদ রানা ও হেলপার হাসান বাবুকে গ্রেফতার করেছে। এঘটনায় থানায় মামলা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানিয়া সরকার/ঠাকুরগাঁও