ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ চৌধুরী লায়লা আরজুমান্দ বানুর হাজীপাড়াস্থ বাসা থেকে ককটেল সাদৃশ্য দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টায় অধ্যক্ষের বাড়ি থেকে ওই বস্তু দুটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, রাত সাড়ে ৯টায় অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু তার ঘরের একটি চেয়ারে উপরে লাল রং এর ককটেল সাদৃশ্য ওই বস্তু দুটি দেখতে পায়। এতে ওই বাড়িতে অতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে থানায় খবর দিলে পুলিশ ককটেল সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক কামর“জ্জামান কামুকে উদ্যেশ্য করে “সাবধান বেশি বাড়িসনা” এমন হুমকী লেখা আছে ককটেল সাদৃশ্য ওই বস্তু দুটিতে।

অধ্যক্ষ্ লায়লা আরজুমান্দ রাত সাড়ে ৮টার সময় ওই ঘরে গিয়ে কিছু দেখেননি। কো বা কারা আতঙ্ক ছড়াতেই তার ঘরের জানালা দিয়ে ওই বস্তু গুলো রেখে গেছে।

সদর থানার এসআই হাসনাত জানান, ঘটনাস্থল থেকে ওই বস্তু দুটি উদ্ধার করা হয়েছে। এথনো সেগুলো ধ্বংস করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানিয়া সরকার/ঠাকুরগাঁও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here