ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় তসলিম (৪০) নামে এক নছিমন যাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল ১০টায় ঠাকুরগাঁও-আটোয়ারী মহাসড়কের রুহিয়া নামস্থানে একটি যাত্রীবাহী নছিমন উল্টে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বড় সিংগা গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আটোয়ারী থেকে আসা গরু বোঝাই একটি নসিমন ঠাকুরগাঁও যাওয়ার পথে রুহিয়া নামক স্থানে ভ্যানকে সাইড দিতে গিয়ে নছিমনটি উল্টে খাদে পড়ে যায়।  এতে গরু ব্যবসায়ী তসলিম উদ্দিন চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনার পথে তিনি মারা যান।

ঠাকুরগাঁও সদর থানার ওসি গোপাল চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানিয়া সরকার/ঠাকুরগাঁও

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here