ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আরো দুই শিশু মারা গেছে। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। মৃত শিশুরা হলো -কিশোর কুমার (৪) ও বাবু (১)। এদিকে শতিজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু ওয়ার্ড ও ডায়রিয়া ওয়ার্ডে ৬০জন শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা আবু মোঃ খয়রুল কবির দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ঠাকুরগাঁওয়ে গত দুই দিনের শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলা কৃষি বিভাগ শুক্রবার সর্বনিম্ন ৯ডিগ্রি তাপমাত্র রেকর্ড করেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানিয়া সরকার/ঠাকুরগাও