কুয়াশা, হিমেল হাওয়া আর তীব্র শীতে ঠাকুরগাঁওয়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত দু’দিন ধরে বেশির ভাগ সময় সূর্যের মুখ দেখা মেলেনি। এতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছে ছিন্নমুল ও নিম্ন আয়ের মানুষ। শীত জনিত রোগে হাসপাতাল গুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৭২ঘন্টায় সদর হাসপাতালে নিউমোনিয়া,ডায়রিয়াসহ ঠান্ডজনিতরোগে আক্রান্ত হয়ে শতাধিক শিশু ভর্তি হয়েছে । এদের মধ্যে ৪ শিশু মারা গেছে। তারা হলো-সিয়াম(২), বাপ্পি(৫মাস) ,বেবী(৩দিন), আমেনা(১ দিন)। শিশুরা ছাড়াও বয়বৃদ্ধরা শ্বাসকষ্ট,হাঁপানি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।

শিশু বিশেষজ্ঞ ডা.শাহজাহান নেওয়াজ  বলেন,এই সময় শিশুদের ঠান্ডা থেকে সতর্ক রাখতে হবে। তিনি প্রয়োজনে চিকিৎসকের স্মরানাপন্ন হওয়ার পরামর্শ দেন।

বুধবার থেকে দু একবার সূর্য উকি দিলেও বেশির ভাগ সময়ই ছিল কুয়াশায় ঢাকা। সেই সঙ্গে উত্তরের হিমেল হাওয়া শীতের মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েকগুন। সকাল ১১টা পর্যন্ত রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

এদিকে শীত বাড়ার সাথে সাথে হকার্স মার্কেট কাপড়ের দাম বেড়ে গেছে দ্বিগুন হারে। ফলে সাধারণ আয়ের মানুষরা বিপাকে পড়েছে। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি কোন প্রতিষ্ঠান দুস্থদের পাশে এগিয়ে না আসায় চরম দুর্ভোগে পড়েছে তারা।

জেলা ত্রাণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, এবার জেলায় ৩০ হাজার কম্বল চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে এ পর্যন্ত পাওয়া গেছে মাত্র ৩ হাজার কম্বল।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানিয়া সরকার/ঠাকুরগাঁও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here