ঠাকুরগাঁওয়ে ডলার কিনতে এসে আবু নাঈম নামে এক ব্যক্তির সাড়ে ৩লাখ টাকা ছিনিয়ে নিল ডলার প্রতারক চক্র। স্থানীয়রা এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই চক্রের দুই সদস্যসহ ৩জনকে আটক করেছে।
তারা হলেন, ডলার প্রতারক চক্রের সদস্য কিসামত পাহাড় ভাঙ্গা গ্রামের পতিরাম সরকারের ছেলে স্বাধীন সরকার, একই গ্রামের বানু রাম সরকারের ছেলে বিকাশ সরকার ও অবৈধ ভাবে ডলার কিনতে আসা ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কাজীর সিমলা গ্রামের আবু সাত্তারের ছেলে আবু নাঈম।
সোমবার ভোর সাড়ে ৪টার সময় সদর উপজেলার কিসামত পাহাড় ভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রবিবার সন্ধ্যায় আবু নাঈম সাড়ে ৩লাখ টাকার নিয়ে ডলার কিনতে আসে ঠাকুরগাঁও সদরের বিকাশ সরকারের বাড়িতে। রাত ২টার দিকে বিকাশ ওই চক্রের অপর সদস্য স্বাধীনের বাড়িতে ওই টাকা নিয়ে যায়। কিসামত পাহাড় ভাঙ্গা বটতলী নামক স্থানে ডলার ও টাকা বিনিময়ের সময় ওই চক্রের আগে থেকে ওৎ পেতে থাকা ৪জন অতর্কিত আক্রমন করে সাড়ে তলাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনার পর সোমবার সকালে ওই চক্রে বিকাশ ও স্বাধীনকে আটক করেছে মপলাকাবাসী। ডলার কিনতে আসা আবু নাঈম ও ওই দুই প্রতারককে স্থানীয় চিলারং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমানের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।
চেয়ারম্যান ফজলুর রহমান ৩লাখ টাকা ছিনতায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডলার কিনতে আসা মঈমের কাছ থেকে ৫০ ডলার উদ্ধার করা হয়েছে। থানায় খবর দেয়া হয়েছে। আটক ৩জনকে ইউনিয়ন পরিষদে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানিয়া সরকার/ঠাকুরগাঁও।