হবিগঞ্জের বানিয়াচংয়ে উদীচির অনুষ্ঠানে জঙ্গী হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে উদীচি শিল্পী গোষ্ঠি। শনিবার বেলা ১২টায় শহরের সমবায় মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে সাংবাদিক,সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন,প্রেসক্লাব সভাপতি আখতার হোসেন রাজা, উদীচি শিল্পী গোষ্ঠির সভাপতি সেতারা বেগম,সাধারণ সম্পাদক কমল কুমার রায়। সভায় বক্তারা দোষিদের গ্রেফতার করে শাস্তি দাবি করেছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানিয়া সরকার/ঠাকুরগাঁও