ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ ইক্ষু গবেষনা কেন্দ্রের পেছনে একটি আখ ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৫টায় ওই লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, বিকাল সাড়ে ৪ টায় আখক্ষেতে কয়েকজন কৃষক ঘাস কাটতে গেলে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখ। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার ওর্সি গোপাল চক্রবর্তী জানান, লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। শ্বাস রোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানিয়া সরকার/ঠাকুরগাঁও