ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ লেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে বৃহস্পতিবার ট্রেনে কাটা পড়ে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি হাসান ইকবাল সজিব নিহত হয়েছে।
বৃহস্পতিবার চট্রগ্রাম থেকে ছেড়ে আসা বাহাদুরাবাদগামী ৩৭ নং মেই ট্রেনে কাটা পড়ে সে মারা যায়। তার পিতা কুষ্টিয়া জেলা সিপিবি’র সভাপতি রফিকুল ইসলাম । কুষ্টিয়া জেলা সদরের গোরস্থান পাড়া এলাকায় তার বাড়ি।
জানা যায়, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি হাসান ইকবাল সজিব গত ২৪ জানুয়ারী ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া নামাপাড়া গ্রামে তার বন্ধু ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কোষাধ্যক্ষ হাসানুল হক শরীফের বাড়িতে বেড়াতে আসে।
জামালপুর জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। নিহতের বন্ধু শরীফ জানায়, ভোরে সে বাথরুমে যাবার কথা বলে ঘর থেকে বের হয়।
কুষ্টিয়া ইউপি চেয়ারম্যান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে রেল লাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখতে পাই।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মনোনেশ দাস/ময়মনসিংহ