শুক্রবার সকাল সাড়ে ১১ টায় সিলেটগামী আন্তঃনগর পারাবত এ·প্রেস ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। শ্রীমঙ্গল রেল ষ্টেশনের অদূরে শাপলাবাগ রেল ক্রসিং সংলগ্ন এলাকায় আশুমনি ধর (৩২) নামের এই যুবক ট্রেনের নীচে ঝাঁপিয়ে পরলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত যুবক মৌলভীবাজার জেলার কাগাবালা ইউনিয়নের শেখের হিজরা গ্রামের বাসিন্দা হারান চন্দ্র ধরের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি দীর্ঘসময় রেল লাইনের পাশে দাড়িয়ে মোবাইলে আলাপ করছিল। পারাবত ট্রেনটি কাছাকাছি আসার মুহুর্তে সে উত্তেজিত হয়ে মোবাইলটি ট্রেন লাইনে ছূঁড়ে ফেলে এবং উত্তেজিত যুবকটি মূহুর্তের মধ্যে ট্রেনের নীচে ঝাঁপিয়ে পড়ে। পরে শ্রীমঙ্গল জিআরপি থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। সংবাদ পেয়ে নিহতের পরিবারবর্গ উপস্থিত হয়ে সনাক্ত করার পর শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার মর্গে প্রেরন করা হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাওছার ইকবাল/শ্রীমঙ্গল