ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি ::

যশোরের মণিরামপুরে মালবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে অটো রাইচ মিলে ঢুকে পড়লে ঘটনা স্থলেই  নিহত হয়েছে ১ জন। বৃহস্পতিবার সকালে মণিরামপুরের পেয়ারাতলা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। চালকের আসনে থাকা হেলপার বিজয় হোসেন (২৩) নিহত হয়েছে। নিহত বিজয় হোসেন মেহেরপুর সদরের রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।এ সময় ট্রাকে ঘুমিয়ে থাকা চালক হৃদয় শেখ ও জাহিদুল ইসলাম নামে দু’জন গুরুত্বর আহত হয়েছেন।

পুলিশ জানায়, সাতক্ষারী মূখী প্লাস্টিকের পাইপ বোঝাই একটি ট্রাক আচমকা পেয়ারাতলা মোড়ে ব্যাপারী রাইস মিলের গেইট ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে দেখতে পান ট্রাকটি দুমড়েমুচড়ে গেছে। কোন সাড়া শব্দ না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ারম্যানরা ঘটনাস্থলে পৌছে।

মণিরামপুর ফায়ার সাভির্স স্টেশন মাষ্টার আমজাদ হোসেন জানান, দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকেুর সামনের অংশের মধ্যে থেকে চালকের আসনে থাকা বিজয় হোসেন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এসময় অপর দু’জনতে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে জানাযায়, নিহত বিজয় ওই ট্রাকটির হেলফার। চালক হৃদয় শেখ স্টারিংটি তার হাতে ধরিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। এসময় দূর্ঘটনায় পতিত হয় ট্রাকটি।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, দূর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ হেফজতে নেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here