ডেস্ক রিপোর্ট:: নীলফামারীর সৈয়দপুরে ধানবোঝাই ট্রাক্টরের চাপায় জ্যোতি রায় নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে সৈয়দপুরের সাইল্যার মোড় পীরপাড়া সড়কের গাড়ারডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জ্যোতি রায় (৪৫) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বাসিন্দা। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী জ্যোতি সাইল্যার মোড় পীরপাড়া সড়ক দিয়ে পূর্বদিকে যাচ্ছিলেন। এ সময় উল্টো দিক থেকে আসা ধান বোঝাই ট্রাক্টর মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here