মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় হায়াত (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার চাঁপাই-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে ট্রাকের সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
নিহত শিশু হায়াত জেলার শিবগঞ্জ উপজেলার মহাদেবপুর গ্রামের মো. বাবুর ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।