তাকিদুুল ইসলাম তালুকদার :: ২৪শে জুন উত্তরায় অবস্থিত ঢাকা ডাইন রেস্টুরেন্টে “টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব ভোলা ” এর কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে । এ্যাসেসিয়েশন কে আগামীর পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যকে সামনে রেখে ঈদ পরবর্তী মিলনমেলা এর ব্যাপারে বিশিষ্ট এবং অভিজ্ঞ অতিথিবৃন্দের উপস্থিতিতে তাদের মতামতের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা হয়।
ঈদের (২য়) দিন এই মিলনমেলার বর্ণাঢ্য আয়োজনটি অনুষ্ঠিত হবো ভোলা সদর উপজেলার ব্যাংকের হাটে অবস্থিত “ভোলা টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট ” মিলনায়তনে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রকৌশলী সফিউল্লাহ সফি ( সম্মানিত উপদেষ্টা), প্রকৌশলী জাকির হোসেন ( সম্মানিত আহ্বায়ক), প্রকৌশলী আল আমিন সিহাব ( সম্মানিত সদস্য সচিব) প্রকৌশলী সাখাওয়াত হোসেন শাহিন (সম্মানিত সিনিয়র সদস্য) ,প্রকৌশলী আহসানুল হক মিলাদ( সম্মানিত যুগ্ন আহ্বায়ক)। এছাড়াও কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন, যথাক্রমে – প্রকৌশলী আতাউল্লাহ শোভন, প্রকৌশলী তাকিদুল ইসলাম, প্রকৌশলী আল-আমিন শোভন , প্রকৌশলী মোঃ মাহফুজ, প্রকৌশলী শামীম ওসমান, প্রকৌশলী সিরাজুল ইসলাম ও প্রকৌশলী রিসানুল ইসলাম।
“টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব ভোলা ” এর ব্যাপারে জানতে চাইলে উক্ত এ্যাসোসিয়েশন এর সম্মানিত উপদেষ্টা জনাব ইন্জিনিয়ার সফিউল্লাহ সফি জানান, আমরা বৃহৎ পরিকল্পনা ও উদ্দেশ্য নিয়ে একটি দারুণ ভাবে এগিয়ে চলছি। এজন্য আমরা ইঞ্জিনিয়ারেরা মোঃ জাকির হোসেন কে আহ্বায়ক করে এবং ইন্জিনিয়ার আল-আমিন শিহাব কে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করেছি যারা সুশৃঙ্খল ও দারুণভাবে সবাইকে সাথে নিয়ে এ্যাসোসিয়েশন এর কার্যক্রম কে সফল করতে কাজ করে যাচ্ছে। আমি মনে করি এই এ্যাসোসিয়েশন এর মাধ্যমে আমরা ভোলা জেলার টেক্সটাইল সেক্টরে বিপ্লব ঘটাতে সক্ষম হবো। তাই পরিশেষে, সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি ।