কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে আটককৃত ১ লাখ পিস ইয়াবা কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জমা দিয়েছে কোষ্টগার্ড। বুধবার বিকালে টেকনাফস্থ শাহপরীরদ্বীপ কোস্টগার্ড সদস্যরা এসব ইয়াবা জমা দিয়েছে।

শাহপরীরদ্বীপ কোষ্টগার্ডের অপারেশন অফিসার ওবাইদুল হক জানিয়েছেন , মঙ্গলবার মিয়ানমার হতে বাংলাদেশে ইয়াবার চালান আসার গোপন সংবাদ পেয়ে স্টেশন কমান্ডার লেঃ কর্ণেল বদরুদ্দোজার নির্দেশনায় সকাল হতে নাফ নদীতে উৎপেতে থাকে। সন্ধ্যা ঘনিয়ে আসলে ৩ টি ইঞ্জিন চালিত নৌকা যোগে পাচারকারীরা মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ সীমান্ত এলাকা শাপরীরদ্বীপ ঘোলার চর প্রবেশের সাথে সাথে কোস্টগার্ড ছদ্মবেশে পাচারকারীদের পিছু নেয়। এক পর্যায়ে কোস্টগার্ডের অবস্থান টের পেয়ে ইঞ্জিন চালিত ১টি নৌকা রেখে পাচারকারীরা অপর ২টি নৌকা নিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড বাহিনী নৌকাটি তল্লশী চালিয়ে বিশেষ প্যাকেটে মোড়ানো অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। উদ্ধারকৃত এসব ইয়াবা ১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা দেয়া হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কালাম আজাদ/কক্সবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here