কক্সবাজারের টেকনাফে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছে। ২৫ জানুয়ারি টেকনাফ উপজেলার কেরুনতলীস্থ গহীন জঙ্গলের ছনখোলা নামক স্থানের একটি পাহাড়ে তার ছিন্নভিন্ন লাশ দেখতে পায় স্থানীয়রা। নিহত আবু তাহের(৩১) হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামের উলা মিয়ার ছেলে বলে পুলিশ সূত্র জানায়।
পারিবারিক সুত্রে জানা যায়, নিহত ব্যক্তির দু’মাস পূর্বে মস্তিকের বিকৃতি ঘটে। গত ১২ জানুয়ারী বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে যায়নি। অবশেষে ২৫ জানুয়ারি গভীর জঙ্গলে লাকড়ি কুড়াতে গিয়ে স্থানীয় কাঠুরিয়ারা তার লাশ শনাক্ত করে । হাতির আক্রমণে আবু তাহের মারা গেছে বলে এলাকাবাসী জানিয়েছে।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কালাম আজাদ/কক্সবাজার