টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি ::

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা।  এবছর প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৪২০টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে কোটালীপাড়া উপজেলায় ৩২৫ টি মন্ডপে ও টুঙ্গিপাড়া উপজেলার ৯৫ টি মন্ডপে এ বছর দুর্গা পূজা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ তহবিল থেকে ৪২০ টি মন্ডপে ৩ হাজার টাকা করে মোট ১২ লাখ ৬০ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিানার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত উন্নয়ন প্রতিনিধি অবসরপ্রাপ্ত সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার প্রধানমন্ত্রীর অনুদানের এসব টাকা বিতরণ করেন। নবমীর রাতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৩২৫ মন্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের হাতে তিনি প্রধানমন্ত্রীর অনুদানের নগদ টাকা তুলে দেন।

এ সময় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগের দিন আষ্টমীর বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী সর্বজনীন কালিবাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিানার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত উন্নয়ন প্রতিনিধি অবসরপ্রাপ্ত সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার প্রধানমন্ত্রীর অনুদানের টাকা বিতরণ করেন।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here