টিপাইমুখ বাধ নির্মাণের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেলে ও মাঝি সমাবেশ হয়েছে। শুক্রবার সকালে সোনারগাঁও উপজেলার মেঘনা নদীর তীরে বৈদ্যের বাজার খেয়াঘাটে সোনারগাঁও নাগরিক কমিটির উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়।
সোনারগাঁও নাগরিক কমিটির সভাপতি এটিএম কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি বাবুল মোশারফ, প্রভাষক জানে আলম দীপু, পরিবেশবাদী সংগঠন নির্ভাকের সদস্য বিলস্নাল হোসেন, ইসমাইল হোসেন, ফিরোজ কবির সরকার, তাজুল ইসলাস, আশিকুর রহমান আলী, মাসুম মোলস্না, গোলাম হোসেন ভূইয়া, ফজলে রাব্বি সোহেল, এম এ বাসেদ প্রমুখ।
সমাবেশে খেয়া ঘাট এলাকার বিপুল সংখ্যক নৌকার মাঝি ও মাছ ধরার জেলে সমপ্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার বিভিন্ন স্তরের মানুষও সমাবেশে উপস্থিত হয়ে আয়োজকদের সঙ্গে একাত্নতা প্রকাশ করে টিপাইমুখ বাধের বিরোধীতা করেন। তারা দ্রুত এ বাধ নির্মাণ বন্ধের দাবি করেন।
সমাবেশ বক্তারা বলেন, টিপাইমুখ বাধ আরেকটি মরণ ফাঁদ। এ বাধ নির্মাণ হলে মেঘনা নদী মৃত্যুর মুখে পড়বে। মেঘনার পরিণিত হবে ফারাক্কা বাধের ফলে স্রোতস্বিনী প্রমত্তা পদ্মার মত। মেঘনা, সুরমা, কুশিয়ারা, নদীর পানি শুস্ক মৌসুমে শতকার ৬০ ভাগ ও ভরা মৌসুমে ১২ ভাগ হ্রাস পাবে। এর ফলে এ এলাকার পরিবেশ বিপর্যয় হবে। ওই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতির উপর এর বিরূপ প্রভাব পড়বে। অস্ট্রেলিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার পানিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে বিষেশজ্ঞরা এ তথ্য প্রদান করেছে বলে জানান বক্তারা। তাই টিপাইমুখ বাধ নির্মাণ বন্ধের দাবি জানান তারা।
পরে সমাবেশ থেকে টিপাই মুখ প্রতিরোধে এটিএম কামারকে আহবায়ক করে টিপাইমুখ বাধ প্রতিরোধ জাতীয় কমিটি গঠন করা হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ