টিপাইমুখ বাঁধ ইস্যুতে ভারতে বিশেষ প্রতিনিধিদল পাঠাবে বাংলাদেশ। প্রতিনিধিদলটি টিপাইমুখ বাঁধের বিষয়ে ভারতের কাছে বিস্তারিত তথ্য চাইবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন। তিনি বলেছেন, “বিভিন্ন গণমাধ্যমে টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতের চুক্তি করার খবর দেখার সঙ্গে সঙ্গেই আমি এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিল্লির কাছে চিঠি পাঠাতে বলেছি। সেখানে কি হচ্ছে তা জানার জন্য ওই চিঠি দেয়া হয়েছে। এ ছাড়া, শিগগিরি আমরা ভারতে একটি বিশেষ প্রতিনিধিদলও পাঠাব।”
শেখ হাসিনা বলেছেন,”একতরফাভাবে এবং নিজেদের জরিপের ওপর ভিত্তি করে কেউ এ ধরনের প্রকল্প গ্রহণ করবে তা হতে পারে না, অন্ততঃ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে তা হতে দেয়া হবে না। এ জরিপে বাংলাদেশকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।” তিনি বলেন, দেশের স্বার্থে তার সরকার সব কিছু করবে। প্রধানমন্ত্রী দাবি করেন, “আমরা দেশকে স্বাধীন করেছি এবং দেশের স্বার্থ কীভাবে রক্ষা করতে হয় তা আমাদের জানা আছে।” আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। বহুল আলোচিত তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে তিনি বলেন, তার সরকার এ সমস্যার সমাধান করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেছেন, “আজ হোক কাল হোক আমরা এ চুক্তি করবই।” প্রধানমন্ত্রী দাবি করেন, ১৯৯৬ সালে তার সরকার গঙ্গার পানি বণ্টন বিষয়ে চুক্তি করেছে এবং পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করেছে।

ইউন্ইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here