বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে দেয়া ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের চিঠির বিষয়বস্তু সাংবাদিকদের জানালেও তবে চিঠির কোনো কপি সাংবাদিকদের দেয়া হয়নি।
সোমবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ২২ নভেম্বর খালেদা জিয়া যে চিঠি দিয়েছেন তার জবাব ২৪ নভেম্বর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
ওই চিঠিতে মনমোহন সিং খালেদা জিয়াকে জানান, টিপাইমুখ বাঁধ কোনো সেচ প্রকল্প নয়। এটা মূলত বন্যা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে। চিঠিতে মনমোহন আরো বলেন, ২০০৯ সালে বাংলাদেশ থেকে একটি সংসদীয় প্রতিনিধি দল ভারত সরকারের আমন্ত্রণে টিপাইমুখ প্রকল্প এলাকা পরিদর্শন করে। প্রতিনিধি দলকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে যে, টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোনো এলাকার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না।
চিঠিতে মনমোহন সিং আরো বলেন, টিপাইমুখ বাঁধ প্রকল্পে ভারত সরকার এমন কিছু করবে না যার কারণে বাংলাদেশের ক্ষতি হতে পারে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার