সুরমা-কুশিয়ারা -মেঘনা নদীর উৎপও সি্থলে ভারতের বরাক নদীর টিপাইমুখ নামক স্থানে বাঁধ নিমার্ণের প্রতিবাদে বৃহস্পতিবার মৌলভীবাজার চৌমুনা চত্বর থেকে বাসদের উদ্যোগে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়।উক্ত পদযাত্রায় বক্তব্য রাখেন,সিলেট বাসদের আহবায়ক উজ্জল রায়,বাসদের সদস্য সচিব মামুনূর রশিদ সোহেল,ছাএ ফন্ডের সভাপতি মাসুদ রানা,রাজনগর থানার আহবায়ক ইকবাল হুসেন,শ্রমিক ফন্ডের সদস্য আবুল হুসেন,চা শ্রমিক নেতা দীপঙ্কর বশু,মুজাহিদ আহমদ প্রমৃখ। বক্তরা বলেন,টিপাইমুখে বাঁধ নির্মাণের লক্ষে ভারত ইতোমধ্যে অভ্যন্তরীনভাবে একটি চুক্তি স্বাক্ষর করেছে ।পানি,নদী বিশেষজ্ঞ ও পরিবেশ বিজ্ঞানীদের মতে এ বাঁধর ফলে ধান চাষের মৌসুমে পর্যাপ্ত পানি পাওয়া যাবে না ।
ভৃগর্ভস্থ পানির স্তর নেমে যাবে,পানিতে আর্সেনিকের মাত্রা বেড়ে যাবে শুকিয়ে যাবে নদী নালার।শুকনো মৌসুমে সুরমা-কুশিয়ারা নদীর গতি প্রবাহ মারাত্নক হ্রাস পাবে । এর ফলে সিলেট বিভাগসহ উওর-পৃর্বাঞ্চলের ১৬ টি জেলার ধীরে ধীরে মরুকরণ ঘটবে ।
এই বাঁধের ফলে ধ্বংশ হয়ে যাবে মিঠা পানির বিশাল মৎস্য ভান্ডার ও কৃষি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সজল দেব/মৌলভীবাজার