বাংলাদেশে ক্ষতিকর প্রভাব ফেলবে এমন কিছু ভারত করবে না বলে আবারো আশ্বস্ত করলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা মশিউর রহমান ও গওহর রিজভীর মধ্য অনুষ্ঠিত বৈঠকে তিনি এ আশা দেন।
নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা যায়, বৈঠকে দুই উপদেষ্টা প্রস্তাবিত টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প বাংলাদেশে কী প্রভাব ফেলবে সে ব্যাপারে তাদের উদ্বেগের কথা জানান। মনমোহন তাদেরকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশে ক্ষতিকর প্রভাব ফেলবে টিপাইমুখ বাঁধ নিয়ে এমন কিছু ভারত করবে না।
মোনমহন বলেন, টিপাইমুখ বাঁধ হলে বাংলাদেশে বন্যা নিয়ন্ত্রণ করাটা সহজ হবে। এতে কৃষিক্ষেত্রে কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়বে না।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অনুষ্ঠিত বৈঠকে মনমোহন একই আশ্বাস দেন। তিনি বলেন, ভারত টিপাইমুখ প্রকল্পের ব্যাপারে সব সময়েই বাংলাদেশের সাথে সব ধরনের তথ্য আদান-প্রদান করতে আগ্রহী।
গত ২২ অক্টোবর টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ভারতের জাতীয় জলবিদ্যুৎ সংস্থা (এনএইচপিসি), রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ সংস্থা (এসজেভিএন) ও রাজ্য সরকারের মধ্যে যৌথ বিনিয়োগ চুক্তি সই হয়েছে। তবে বিষয়টি গণমাধ্যমে আসে গত ২৫ নভেম্বর। বিশেষজ্ঞরা বলছেন, টিপাইমুখে বাঁধ হলে বাংলাদেশে এর বিরূপ প্রভাব পড়বে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ডেস্ক নিউজ