ভারতের মনিপুর রাজ্যে প্রস্তাবিত টিপাইমুখ প্রকল্প নিয়ে বিরোধী দলের তীব্র আপত্তি-হৈচৈ এর মুখে গওহর রিজভি প্রধানমন্ত্রীর দূত হয়ে গত সপ্তাহে ভারতে গিয়েছিলেন।

মিঃ রিজভি দিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছেন৻

মিঃ রিজভি রোববার  বলেন, ভারতের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেয়া হয়েছে টিপাইমুখে এমন কোন স্থাপনা তৈরি করা হচ্ছে না যার ফলে বাংলাদেশের ক্ষতি হবে৻

মিঃ রিজভি বলেন, তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে টিপাইমুখে কোনো কোনো বাঁধ নির্মাণ করা হচ্ছে না, বরং সেখানে শুধু জলবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে৻

“এটা আমাদের জন্য বড় আশ্বাস কারণ আমাদের প্রধান উদ্বেগ বরাক নদীর পানি অন্যদিকে সরিয়ে নেয়া হবে কিনা৻ শুধু জলবিদ্যুৎ প্রকল্প হলে সেই ভয় থাকবে না৻ খবর : বিবিসি

ভারতের আশ্বাসে কতটা ভরসা করা যায়? এই প্রশ্নে গওহর রিজভি বলেন, “যখন কোন দেশের প্রধানমন্ত্রী কোন কথা বলেন, সেটা বিশ্বাস করা যায়৻“

তিনি বলেন, ভারতীয় পক্ষ বলেছে, প্রস্তাবিত প্রকল্পের সমস্ত তথ্য বাংলাদেশের জনপ্রতিনিধি এবং বিশেষজ্ঞদের সামনে তুলে ধরতে তাদের কোন আপত্তি নেই৻

শেখ হাসিনার উপদেষ্টা আরো জানান, ভারতীয় পক্ষ থেকে এমন ইঙ্গিতও দেয়া হয়েছে, বাংলাদেশে চাইলে টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পের অংশীদার হতে পারে৻

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ডেস্ক নিউজ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here