গোলাম মোস্তাফিজার রহমান, হিলি প্রতিনিধি ::

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৮ দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। একইসঙ্গে বন্দর অভ্যন্তরের সকল ধরনের কার্যক্রমও বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ থেকে ৬ অক্টোবর ছয়দিন ভারতীয় হিলি স্থলবন্দরে সব ধরনের আমদানি- রপ্তানি বন্ধ রাখবে সে দেশের ব্যবসায়ীরা। ৩০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে হিলি স্থলবন্দর দিয়ে মোট ৮ দিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৮ অক্টোবর শনিবার থেকে পুরুনায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হবে।

হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান বলেন, দুর্গাপূজা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি- রপ্তানি এবং ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here