গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::

মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৬ দিন বন্ধের দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু। তবে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দু’দেশের মধ্য যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

আজ সোমবার হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত টানা ৬ দিন হিলি বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি- রপ্তানি বন্ধ থাকার পর আজ ৩ জুলাই থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল আলম জানান,হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here