গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি::
অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে টানা দুইবার দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার শামীম ।
দিনাজপুর জেলা পুলিশের ২০২১ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ নির্বাচিত করে সম্মাননা স্মারক তুলে দেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন।
এছাড়াও সভায় অত্র জেলায় কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০২২ সালের জানুয়ারী মাসে অত্র জেলার ১৩ টি থানার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করেন এবং পুরস্কার প্রদান করেন।