স্টাফ রিপোর্টার
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম
খুলনা অভিমুখে শুরু হওয়া বিএনপির দুই দিনব্যাপী রোড মার্চ এখন টাঙ্গাইল অতিক্রম করছে। মহাসড়কের উভয়পাশে দাঁড়িয়ে হাজারো জনতা রোড মার্চকে স্বাগত জানাচ্ছে।
শনিবার সকাল ১০টায় উত্তরা থেকে খুলনা অভিমুখে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রোড মার্চ শুরু হয়।
রোড মার্চের গাড়িবহর আব্দুল্লাহপুর, গাজীপুর, টাঙ্গাইলের কালিহাতি, মির্জাপুর, বাসাইল ও আশিকপুর অতিক্রম করার সময় হাজার হাজার মানুষ গাড়িবহরে থাকা নেতা-কর্মীদের স্বাগত জানায়।
বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চারদলীয় জোটের এ রোড মার্চ বঙ্গবন্ধু সেতু পেরিয়ে প্রথম যাত্রা বিরতি করবে পাবনার ইশ্বরদীতে। দুপুরে ইশ্বরদীর দাশুরিয়ায় হবে প্রথম পথসভা।
এ উপলক্ষে পাবনা জেলার প্রবেশদ্বার মুলাডুলি থেকে লালন শাহ সেতু পর্যন্ত তোরণ ব্যানার আর ফেস্টুনে ছেঁয়ে গেছে।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, মধ্যবর্তী নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং দলীয় নেতা-কর্মীদের নির্যাতন-হয়রানি বন্ধের দাবিতে গত ২৭ সেপ্টেম্বর ঢাকার জনসভা থেকে এ রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া।
উল্লেখ্য, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটি বিরোধী দলের তৃতীয় রোডমার্চ। প্রথম রোড মার্চ তারা করেছে অক্টোবর মাসের ১০ ও ১১ তারিখে সিলেট অভিমুখে। দ্বিতীয় রোড মার্চটি ছিল অক্টোবর মাসের ১৮-১৯ তারিখে রাজশাহী অভিমুখে।