শাহরিয়ার সিফাত, টাঙ্গাইল
টাঙ্গাইলে ৩ মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার বিকেলে কারাদন্ড দিয়েছে ভ্রামমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলো সৈয়দ আতোয়ার রহমান(৩৫), আবুল খায়ের খুসনুবিস শিপন (৩২) ও নজরুল ইসলাম লিটু (৪২)। তারা প্রত্যেকে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার পৌর এলাকার বাসিন্দা।
টাঙ্গাইলের র্যাবের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ক্রেতা সেজে বাসাইল পৌর এলাকা চারুবাগ মার্কেটের দ্বিতীয় তলায় একটি বাসায় অভিযান চালায়। এ সময় ৪৪ পিচ ইয়াবাসহ ঐ ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তাকে ভ্রামমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিষ্টেট শাহীন আরা বেগম ও বীথি চ্যাটার্জি তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
এদের মধ্যে সৈয়দ আতোয়ার রহমানকে ১বছর, আবুল খায়ের খুসনুবিস শিপন ও নজরুল ইসলাম লিটুকে ৬মাস করে কারাদন্ড প্রদান করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা সংশ্লিষ্ট ম্যাজিষ্ট্রেটের উপসি’তিতে ধ্বংস করা হয়েছে।